চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু

চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ খাদিজা আক্তার (২৫) মারা গেছেন। শুক্রবার (১৪ মার্চ) ভোরে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) তিনি মারা যান। 

গত ৯ মার্চ ভোরে চাঁদপুরের কোড়ালিয়া এলাকার জাকিরের ভবনের চতুর্থ তলায় সেহরির জন্য খাবার গরম করতে রান্নাঘরে যান খাদিজা আক্তার। এ সময় গ্যাসের চুলার লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। 

প্রথমে চারজনকে, পরে আরও দুইজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, খাদিজার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল, যার ফলে আজ ভোরে তিনি মারা যান। 

বর্তমানে চিকিৎসাধীন আছেন- শাহনাজ বেগম (২০ শতাংশ দগ্ধ), আবদুর রহমান (১৮ শতাংশ দগ্ধ), মহিম (১৫ শতাংশ দগ্ধ)।

এছাড়া, হোসাইন সরদার ও নুসরাত জাহান নিভা (প্রত্যেকের ৩ শতাংশ দগ্ধ) প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।