মিরপুর ৬০ ফিট রাস্তা সংস্কারে ৮ পয়েন্টে বাধা, ঈদের আগেই সমাধানের চেষ্টা ডিএনসিসির

ঈদের আগে রাজধানীর মিরপুরের ৬০ ফিট রাস্তা জনগণের চলাচলের উপযোগী করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

শনিবার (১৫ মার্চ) সকালে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আশ্বাস দেন তিনি।

মোহাম্মদ এজাজ বলেন, ‘রাস্তা সংস্কারের সময় আটটি পয়েন্টে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয় কিছু বাড়ির মালিক ফুটপাত নির্মাণে বাধা দিচ্ছেন, নির্মাণকাজে সহযোগিতা করছেন না, এমনকি কোর্টের রায়ের ভয় দেখাচ্ছেন। এছাড়া অনেক জায়গায় অবৈধভাবে দোকান বসানো ও ময়লা ফেলে রাখা হয়েছে।’

চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ

বাধাদাতাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘আমরা এসব বাড়ির প্রকৃতি যাচাই করছি। কেউ যদি আবাসিক ভবনকে অবৈধভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাদের প্লান তলব করবো, ট্যাক্স প্রদান ও অনুমোদনের বিষয়গুলো পর্যালোচনা করবো। প্লানের বাইরে নির্মিত অবৈধ ভবন ভেঙে দেওয়া হবে, কোনও ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা জনগণের স্বার্থে কাজ করছি, দখলদারদের স্বার্থে নয়। সরকারি রাস্তা দখল করে মানুষের দুর্ভোগ বাড়ানো চলবে না। আগামী ২৩ মার্চ আমি নিজে ৬০ ফিটের আটটি পয়েন্টে উপস্থিত থাকবো এবং অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করবো।’