শিশু ধর্ষণ-নির্যাতনের ঘটনা দ্রুত বিচারের দাবি

শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা দ্রুত ও কার্যকর বিচারের দাবি জানিয়েছেন দেশের এনজিও-কর্মীরা।

রবিবার (১৬ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানায় আইন ও সালিশ কেন্দ্র, ব্রেকিং দ্য সাইলেন্স, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সেভ দ্য চিলড্রেন।

সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর প্রতিনিধি ও বক্তারা শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে বিচার ব্যবস্থার সংস্কার এবং অপরাধীদের দ্রুত ও কার্যকর আইনি প্রক্রিয়ার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। তারা সরকারের প্রতি যৌন সহিংসতা প্রতিরোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান এবং ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

তারা মনে করেন, সম্প্রতি মাগুরায় ৮ বছর বয়সী এক শিশুকে নির্মম নির্যাতন ও ধর্ষণের ঘটনা সমাজে শিশুদের নিরাপত্তাহীনতার করুণ বাস্তবতা তুলে ধরেছে। শিশুদের প্রতি এমন সহিংসতা শুধু তাদের জীবনের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং জাতির নৈতিকতা ও সাংবিধানিক মূল্যবোধকেও গভীরভাবে আঘাত করছে।

বক্তারা এসব অপরাধের বিরুদ্ধে নীরবতার সংস্কৃতি ভাঙার, অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার এবং শিশুদের জন্য একটি নিরাপদ ও সহানুভূতিশীল পরিবেশ গড়ে তোলার জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সংবাদ সম্মেলনে বর্তমান সংকট মোকাবিলার জন্য কিছু দাবি উপস্থাপন করা হয়। এগুলো হলো— আইনের সংস্কার ও দ্রুত বিচার; শিশু বিষয়ক অধিদফতর প্রতিষ্ঠা; শিশু সংস্কার কমিশন গঠন; পারিবারিক সুরক্ষা নিশ্চিত; শিশু সুরক্ষা আইন প্রয়োগ; শিক্ষা প্রতিষ্ঠানে সুরক্ষা; মনিটরিং ও মূল্যায়ন; মানসিক স্বাস্থ্য সহায়তা; আইন প্রয়োগকারী সংস্থা; শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি; ভুক্তভোগীদের সহায়তা; স্থানীয় জনসম্পৃক্ততা; শিশু হেল্প ডেস্ক; ঘটনার শিকার ও সাক্ষীর সুরক্ষা; হটলাইনকে কার্যকর ও করা; একটি কার্যকর হটলাইন; ইউএনসিআরসি পর্যায়ক্রমিক রাষ্ট্রীয় প্রতিবেদন উপস্থাপন

বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সমন্বয়ক তামান্না হক রীতি,  ব্রেকিং দ্য সাইলেন্স প্রোগ্রাম অ্যান্ড প্ল্যানিং পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশর কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, সেভ দ্য চিলড্রেনের শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক সুশাসনের পরিচালক  আবদুল্লা আল মামুন।