বিমানের মৌখিক পরীক্ষা: ২ লাখ টাকা চুক্তিতে প্রক্সি দিতে এসে গ্রেফতার

দুই লাখ টাকা চুক্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস এসিস্ট্যান্ট পদে নিয়োগের মৌখিক পরক্ষায় প্রক্সি দিয়ে এসে গ্রেফতার হয়েছেন চাঁদ মোহন মন্ডল (৩০) নামে এক যুবক। বুধবার (১৯ মার্চ) দুপুর ২টার পর তাকে আটক করা হয়। পরে এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিমানের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার বেলা ২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা চলছিল। এ সময় সন্দেহ হলে মৌখিক পরীক্ষা বোর্ড সদস্যরা চাঁদ মোহন মন্ডলকে জিজ্ঞাসাবাদ করেন। সে স্বীকার করে মো. রাকিবুল ইসলামের পরীক্ষায় প্রক্সি হিসেবে অংশ নিয়েছে। এই প্রক্সি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রাকিবুলের সঙ্গে তার দুই লাখ টাকায় চুক্তি হয়।

বোসরা ইসলাম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ওই আসামিকে বিমান বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

তিনি আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আশঙ্কা করছে, একটি সংঘবদ্ধ চক্র পূর্ব পরিকল্পিতভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পদে নিয়োগ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত। আলোচ্য আসামিরা ওই চক্রের সদস্য।