ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন বাস মেরামত ও রঙ করে রাস্তায় নামানোর প্রবণতা রোধে অভিযান চালিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
শনিবার (২২ মার্চ) গাবতলীর বিভিন্ন ওয়ার্কশপ পরিদর্শন করে সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের যৌথ দল।
তারা চলমান মেরামতের বাসগুলোর নম্বর সংগ্রহ করে অনলাইনে ফিটনেস যাচাই করেন। যেসব বাসের ফিটনেস নেই, সেগুলোর মেরামত শেষ হলেও ১৪ এপ্রিলের আগে ছাড়পত্র না দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামান জানান, ফিটনেসবিহীন বাস দূরপাল্লার সড়কে যাত্রী দুর্ভোগ ও যানজট সৃষ্টি করে। এটি প্রতিরোধে ওয়ার্কশপগুলোতে সচেতনতামূলক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
তিনি ওয়ার্কশপকর্মীদের সতর্ক করে বলেন, ফিটনেসবিহীন বাস রাস্তায় নামলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।