মাজার ভাঙচুরকারীদের শাস্তি না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

মাজার ভাঙচুরকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ‘বিশ্ব সুফি সংস্থা’।

মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে রবিবার (২৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় এই হুঁশিয়ারি দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, পাবনার দোগাছী ইউনিয়নের কায়েমকোলা গ্রামের কাজী শাহাবুদ্দিন হাফেজিয়া মাদ্রাসার সেক্রেটারি মাওলানা আব্দুল হাই ফারুকীর নেতৃত্বে ফেসবুকে মাজার ভাঙার ধারাবাহিক প্রচার-প্রচারণা চালানো হয়। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় জনসাধারণকে উসকে দিয়ে এবং মাদ্রাসার শিক্ষার্থী ও উগ্রবাদী মৌলবিদের নিয়ে শনিবার (২২ মার্চ) সকাল ১০টায় সুফি সাধক দেলোয়ার হোসাইন আল জাহাঙ্গীরের বাসভবন ও খানকা শরীফে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

তারা বলেন, মৌলবাদী গোষ্ঠীর এই ষড়যন্ত্র ও হামলা থেকে নিরাপত্তা পাওয়ার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে বারবার সাহায্য চেয়েও পাওয়া যায়নি। বরং ওই এলাকার উগ্রবাদী জনতা মবদের পক্ষ নেয়। স্থানীয় পুলিশ সুফি সাধক দেলোয়ার হোসাইন আল জাহাঙ্গীরকে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানায়।

এ সময় বিশ্ব সুফি সংস্থা থেকে বেশকিছু দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো– মাজারে হামলাকারী অপরাধী চক্রকে দ্রুত গ্রেফতার করতে হবে; সুফি স্থাপনা, মাজার ও দরগাহগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে; যেসব রাজনৈতিক দল উগ্রবাদীদের মদদ দিচ্ছে, তাদের জনসমক্ষে চিহ্নিত করা হবে।

এছাড়া সুফি ঐতিহ্য রক্ষায় আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপ কামনা করেন তারা।

সভায় নিজেদের পরবর্তী কর্মসূচির ঘোষণা করে বক্তারা বলেন, সরকার ও প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমরা রাজধানী ও জেলাগুলোতে টানা অবস্থান ধর্মঘট দেবো। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবো। দেশব্যাপী ‘মাজার রক্ষা গণআন্দোলন’ গড়ে তুলবো।

এ সময় তারা বলেন, মাজার ভাঙচুরকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো এবং উগ্রবাদীদের আশ্রয়দাতা ও প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নামবো। প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করে আমাদের নায্য দাবি আদায় করবো।

মাওলানা আনিসুর রহমানের পরিচালনায় এবং শাহ সুফি মাওলানা তৌহিদুল ইসলাম চিশতী নিজামীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন– সুরেশ্বর দরবার শরীফের পীর শাহ্ নুরে হাসান দিপু নুরী আল সুরেশ্বরী, সুফি আফতাব জিলানী, সুফি নাসির উদ্দিন চিশতী, শাহ সুফি মোস্তাক আহমাদসহ আরও অনেকে।