লঞ্চে প্লাস্টিক-পলিথিন নিরুৎসাহিত করতে সদরঘাটে মোবাইল কোর্ট

লঞ্চে একবার ব্যবহার্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করতে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিজওয়ান উল ইসলামের নেতৃত্বে শনিবার (২৯ মার্চ) রাত ৯টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আগের দিন রাতেও তারা অভিযান পরিচালনা করে।

শনিবারের অভিযানে সদরঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলোর সুপারভাইজার ও স্টাফদের জানানো হয় যে, যাত্রীরা যেন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিয়ে লঞ্চে না ওঠে। এছাড়া, ব্যবহৃত পলিথিন, প্লাস্টিক, খাবারের অবশিষ্টাংশ ও আবর্জনা লঞ্চের বিনে ফেলার নির্দেশনা দেওয়া হয়। নদীতে এসব ফেলা নিষিদ্ধ করা হয়েছে।

প্রতিটি লঞ্চে আবর্জনা ফেলার বিন আছে কিনা, তা নৌপুলিশের মাধ্যমে যাচাই করা হয়। যেসব লঞ্চে বিন পর্যাপ্ত ছিল না, তাদের বিন সরবরাহের নির্দেশ দেওয়া হয়। নৌপুলিশকে এসব বিষয়ে নিয়মিত মনিটরিং করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানের সময় নৌপুলিশ হ্যান্ড মাইকের মাধ্যমে যাত্রীদের সচেতন করতে দেখা যায়। এ কার্যক্রম চালিয়ে যেতে নির্দেশনা প্রদান করা হয়।

একই রাতে ময়লার ভাগাড় রোড, মৃধাবাড়ি ও মাতুয়াইল শরীফপাড়া এলাকায় বায়ুদূষণকারী কারখানায় অভিযান চালানো হয়। কয়েকদিনের টানা অভিযানের ফলে এসব এলাকায় বায়ুদূষণকারী সব শিল্প প্রতিষ্ঠান বন্ধ পাওয়া যায়।