উত্তরা আর্মি ক্যাম্পের স্থান পরিবর্তন, যোগাযোগের নতুন নম্বর

রাজধানীর উত্তরা আর্মি ক্যাম্পের স্থান পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ক্যাম্পটির কার্যক্রম নতুন ঠিকানায় পরিচালিত হবে। পূর্বে হাজী ক্যাম্পে অবস্থিত এ ক্যাম্পটি স্থানান্তরিত হয়ে বর্তমানে উত্তরা ৩ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের ২৮ নম্বর প্লটের উত্তরা ফ্রেন্ডস ক্লাবে স্থানান্তর করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

নতুন ঠিকানায় স্থানান্তরের বিষয়ে উত্তরা আর্মি ক্যাম্পের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা জানান, ‘হাজী ক্যাম্প থেকে উত্তরা ফ্রেন্ডস ক্লাবে ক্যাম্প স্থানান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ জনগণ যেকোনও জরুরি প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।’

জনসাধারণের সুবিধার্থে নতুন আর্মি ক্যাম্পে যোগাযোগের জন্য চারটি ফোন নম্বর দেওয়া হয়েছে। এগুলো হলো-