বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের পাঁচটি হাসপাতালের ২৫ লাখেরও বেশি রোগীর স্বাস্থ্যসেবার জন্য দায়িত্বপ্রাপ্ত বার্টস হেলথ এনএইচএস ট্রাস্ট গত পাঁচ বছরে অনুবাদ পরিষেবার জন্য উল্লেখযোগ্য পরিমাণে ২৩ লাখ ৯ হাজার ২৭৭ পাউন্ড বরাদ্দ করেছে।
বিস্তারিত বিশ্লেষণে দেখা গেছে, শুদ্ধ বাংলা ভাষা সর্বাধিক অনূদিত ভাষা হিসেবে আবির্ভূত হয়েছে, যা ট্রাস্টের আওতাধীন এলাকার উল্লেখযোগ্য বাংলাভাষী জনসংখ্যার প্রতিফলন। এই ব্যয় এমন এক সময়ে এসেছে যখন ট্রাস্ট আর্থিক সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করছে এবং অভ্যন্তরীণ কর্মহীনতার গুরুতর অভিযোগের মুখোমুখি হচ্ছে।
আর্থিক তথ্য থেকে বোঝা যায়, অনুবাদ খরচের ধারাবাহিক বৃদ্ধি বছরের পর বছর ধরে অব্যাহত রয়েছে। ২০১৯-২০ সালে, ট্রাস্ট এই পরিষেবাগুলোতে ২ লাখ ৩৭ হাজার ৫৯৭ পাউন্ড ব্যয় করেছে। ২০২৪-২৫ সালের মধ্যে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে ৫ লাখ ৬১ হাজার ২৭০ পাউন্ডে দাঁড়িয়েছে।
ঢাকার বাইরে, সর্বাধিক অনুবাদিত ভাষাগুলোর মধ্যে রয়েছে- শুদ্ধ বাংলা, সিলেটি বাংলা, রোমানিয়ান, পর্তুগিজ এবং তুর্কি। অনুমান অনুসারে, বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০২৮ সালের শেষ নাগাদ বার্ষিক অনুবাদ ব্যয় ১ মিলিয়ন পাউন্ডে পৌঁছাতে পারে। এই পরিমাণ অর্থ প্রায় ৪৬ হাজার জিপি নিয়োগের জন্য অর্থায়ন করতে পারে, অথবা ৯২ জন নার্স নিয়োগ করতে পারে।
বার্টস হেলথের একজন কর্মকর্তা খছরুজ্জামান বৃহস্পতিবার (৩ এপ্রিল) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। তবে আমার পর্যবেক্ষণ হলো-বার্টস হেলথ এমন একটি অঞ্চলে সেবা প্রদান করে, যেখানে বেশিরভাগ রোগীর মাতৃভাষা ইংরেজি নয়। আমরা আমাদের পরিষেবা গ্রহণের ক্ষেত্রে সব অসুবিধা দূর করার চেষ্টা করি, যার মধ্যে রয়েছে ভাষার বাধা এবং সাংকেতিক ভাষার প্রয়োজনীয়তা। শুদ্ধ বাংলাকে আদর্শ বাংলা ভাষা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং স্থানীয় বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সিলেটি হলো সবচেয়ে সাধারণ উপভাষা।’