শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার

রাজধানী বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. মাহাথির হাসান (২০)। পারভেজ হত্যা মামলার তিন নম্বর এজাহারনামীয় আসামি মাহাথির।

বুধবার (২৩ এপ্রিল) সকালে চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

বনানী থানা সূত্রে জানা গেছে, পারভেজ হত্যা মামলার পরপরই ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে গত ২১ এপ্রিল রাত আনুমানিক সোয়া ১২টার দিকে মহাখালী ওয়ারলেস গেট এলাকাসহ আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯) নামে তিন জনকে গ্রেফতার করা হয়। এছাড়া এ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামকে (২০) আজ গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। এর আগে একই ঘটনায় হৃদয় মিয়াজী (২৩) নামে আরেক জনকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়।

১৯ এপ্রিল বিকাল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এ সময় ছুরিকাঘাতে নিহত হয় পারভেজ।