১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপনে শ্রমিকদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে রাজধানীর পল্টন এলাকা। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নিজ নিজ সংগঠনের ব্যানারে সমাবেশে যোগ দিয়েছেন হাজার হাজার শ্রমিক। এসময় শ্রমিকদের অধিকার আদায়ে নানা রকম স্লোগান দেন তারা। মিছিল-স্লোগানে সরব হয়ে উঠে আশপাশের এলাকা। সেখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনেকে ব্যান্ড পার্টি নিয়ে মিছিলে যোগ দিয়েছেন। চলছে জাগরণী গান।
এতে করে পল্টন ছাড়িয়ে উত্তরে কাকরাইল মোড়, দক্ষিণে মুক্তাঙ্গন, উত্তরে ফকিরাপুল মোড় ও পশ্চিমে প্রেস ক্লাব মোড় পর্যন্ত ভিড় ছড়িয়ে পড়েছে। এসব এলাকায় সীমিত হয়ে পড়েছে যান চলাচল।
মুক্তি ভবনের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সমাবেশে উপস্থিত রয়েছেন সিপিবি সভাপতি শাহ আলম ও লাকী আক্তারসহ কেন্দ্রীয় নেতারা। এর আগে তারা মিছিল করেছেন।
বায়তুল মোকাররম উত্তর গেটে শ্রমিক সমাবেশ করছে চরমোনাই পীরের দল ইসলামি আন্দোলনের বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ।
শ্রমিক সংগঠনগুলোর কর্মসূচির কারণে গুলিস্তান থেকে বিজয়নগর ও কাকরাইল হয়ে গাজীপুরগামী যানবাহন চলছে বিকল্প পথ মৎস্য ভবন মোড় দিয়ে। অন্যদিকে মতিঝিল থেকে ফার্মগেট ও শাহবাগগামী যানবাহনও চলছে সীমিত পরিসরে।
যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক নেতাকর্মী সতর্ক অবস্থানে রয়েছেন।
বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’। মহান মে দিবসে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে আজ জাতীয় ছুটির দিন। আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়।