রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার একটি বাসার গ্রিল কেটে চুরির ঘটনায় চুরি হওয়া মালামাল উদ্ধারসহ ঘটনায় জড়িত পাঁচ পেশাদার চোরকে গ্রেফতার করেছে ডিএমপির ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেফতার ব্যক্তিরা হলো— মো. শাহ আলম (২২), মো. সাব্বির হোসেন (২০), মো. রাজু, মো. মুরাদ (২১), ও মো. স্বপন মিয়া (২৫)।
ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা মো. আলী আকবরের বাসার গ্রিল কেটে ১৯ ভরি স্বর্ণালংকার, ১টি মোবাইল এবং নগদ ১২ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় আলী আকবরের অভিযোগের প্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে গত ২৮ এপ্রিল রাতে মাটিকাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের হেফাজত থেকে দুটি স্বর্ণের গলার হার, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি, দু জোড়া স্বর্ণের হাতের বালা, এক জোড়া রূপার ওপর স্বর্ণের কালার করা হাতের বালা, দুই জোড়া সিটি গোল্ডের হাতের চুড়ি, এক জোড়া ব্রোঞ্জের চুড়ি, একটি চোরাই মোবাইল ফোন ও চুরির কাজে ব্যবহৃত একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তারা চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল— প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। চুরির সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।