শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী ‘শুটার’ বিপু গ্রেফতার

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ও ‘শুটার’ মাহফুজুর রহমান ওরফে বিপুকে (৪৮) গ্রেফতার করেছে র‍্যাব-৩। শুক্রবার দিবাগত রাতে ফরিদপুরের মধুখালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারে সহযোগিতা করে র‍্যাব-১০। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম এ তথ্য জানান।

বিপুর বাড়ি মিরপুরের শেওড়াপাড়ার মৈত্রী নিবাস এলাকায়। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি অস্ত্র মামলা, হাতিরঝিল থানায় হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে।

র‍্যাব জানায়, গত ১৯ এপ্রিল রাত সাড়ে ১১টায় রাজধানীর নয়াটোলা মোড়ল গলির ‘দ্য ঝিল ক্যাফের’ সামনে যুবদলকর্মী মো. আরিফ সিকদারকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়। ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় আরিফ মারা যান। এ ঘটনায় আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে বিপুসহ কয়েক জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটি তদন্তের জন্য ডিবি তেজগাঁও বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

র‍্যাব সূত্রে আরও জানা গেছে, বিপু দীর্ঘদিন ধরে হাতিরঝিল ও মগবাজার এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও জনসাধারণকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। এ কারণে আতঙ্কে ছিল এলাকাবাসী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।

মুত্তাজুল ইসলাম বলেন, ‘বিপু একজন চিহ্নিত শুটার এবং সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও হত্যা মামলার একাধিক অভিযোগ রয়েছে।’

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজীব জানান, বিপুর বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা রয়েছে। আরও কয়েকটি মামলার তথ্য যাচাই করা হচ্ছে।