রাজধানীর মিরপুরের পশ্চিম মনিপুর এলাকায় একটি বাসায় চাঁদাবাজির ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— আনোয়ার হোসেন তাবিদ (৩৫), মো. মিন্টু মিয়া (৩৫), মো. রতন মিয়া (৩৪) ও মো. ইসমাইল হোসেন (২৪)।
সোমবার (৭ জুলাই) ডিএমপির মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, রবিবার (৬ জুলাই) রাত ১০টার দিকে গ্রেফতার হওয়া চার জনসহ অজ্ঞাতনামা আরও ৮–১০ জন মিলে মিরপুর পশ্চিম মনিপুরের ‘প্রতীক ভিলা’ নামক একটি বাড়িতে হামলা চালায়। তারা ওই বাসার বাসিন্দাদের জিম্মি করে এবং নিজেদের ‘ফ্যাসিস্ট বিরোধী’ পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।
বাসার বাসিন্দারা বিভিন্নভাবে পাঁচ লাখ টাকা জোগাড় করে তাদের হাতে তুলে দেন। পরে দিবাগত রাত ৩টার দিকে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে হাজির হলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় চার জনকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে আদায়কৃত চাঁদার ১৬ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।