পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪০৫

রাজধানী ঢাকাসহ সারা দেশে চলমান আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯০০ জন এবং অন্যান্য অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও ৫০৫ জনকে।

রবিবার (৪ মে) পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতারদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি শটগান, একটি এলজি, একটি রাইফেল, একটি একনলা বন্দুক, তিনটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি।

এছাড়াও একাধিক জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ও অবৈধ অস্ত্র ব্যবসার বিরুদ্ধে তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারের হার বৃদ্ধি পেয়েছে। পুলিশ সদর দফতর সূত্র জানিয়েছে, অপরাধ দমনে তথ্যপ্রযুক্তি নির্ভর নজরদারির পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।