পরিবারসহ বিমান বাহিনীর সাবেক প্রধানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগ দুদকে অনুসন্ধান চলমান থাকায় বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানসহ তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পরিবারের সদস্য হলেন— স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান। এছাড়া সানজিদা আক্তার নামে পরিবারের আরেক সদস্যকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার (৫ মে) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক তানজির হাসিব সরকার নিষেধাজ্ঞার আবেদন করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়েছে, বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান চাকরিতে থাকাকালীন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থের ক্ষতিসাধন, ঘুখ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে বিদেশে অর্থপাচারসহ নিজ নামে ও তার স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য সদস্যের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, শেখ আব্দুল হান্নান ও তার পরিবারের সদস্যরা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শেখ আব্দুল হান্নান ও তার স্বার্থ- সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন নিষিদ্ধ করা আবশ্যক।