কক্সবাজার পৌর এলাকা থেকে দৈনিক ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ছে

কক্সবাজার পৌরসভায় প্রতিদিন প্রায় সাড়ে ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনার বাইরে থেকে যাচ্ছে। ব্র্যাক পরিচালিত ২০২৪ সালের এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

সমীক্ষায় জানানো হয়, এসব প্লাস্টিকের একটি বড় অংশ নালা ও খালের মাধ্যমে সাগরে গিয়ে পড়ে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

এছাড়া, সমীক্ষায় দেখা গেছে— কক্সবাজারের মাত্র ১৮ শতাংশ মানুষ বর্জ্য আলাদা করে ফেলেন। অনেকেই এখনও নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনার আওতার বাইরে রয়েছেন।

বুধবার (৭ মে) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে “বাংলাদেশে প্লাস্টিক দূষণ প্রতিরোধে পৌর বর্জ্য ব্যবস্থাপনা” শীর্ষক একটি জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এই সংলাপের আয়োজন করে ব্র্যাকের “প্লাস্টিক ফ্রি রিভারস অ্যান্ড সিজ ফর সাউথ এশিয়া” প্রকল্প।

বিশ্বব্যাংক, সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম (সাকেপ) এবং ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস) এই প্রকল্পে সহায়তা করেছে।

সংলাপে প্লাস্টিক বর্জ্য কমানো এবং পুনর্ব্যবহারযোগ্য প্রক্রিয়া বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচকরা বলেন, প্লাস্টিক দূষণ রোধে স্থানীয় জনগণের সচেতনতা বাড়ানো এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন।