তুরাগে স্ত্রী দগ্ধ, গায়ে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

রাজধানীর তুরাগ থানার বউবাজার এলাকায় স্বামীর দেওয়া আগুনে স্ত্রী রিজিয়া বেগম (৪০) দগ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠছে। রিজিয়া ফুল বিক্রি করতেন। বুধবার (৭ মে) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পর তার স্বামী আবু সাঈদ পালিয়ে গেছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, ওই নারীর শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রাশেদুল ইসলাম জানিয়েছেন, আমি যতটুকু শুনেছি, বুধবার রাত সোয়া ১০টার দিকে তুরাগ বউবাজার এলাকায় গরুর হাটের রাস্তায় তার স্বামী আবু সাঈদ স্ত্রী রিজিয়াকে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। লোকজন তাকে উদ্ধার করে। পরে রাতে তাকে বার্ন ইনিস্টিটিউটে আনা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিষয়টি তুরাগ থানা অবগত রয়েছেন। তারা ওই এলাকারই বাসিন্দা। রিজিয়া এলাকায় ফুল বিক্রির কাজ করতো।