আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে কেন্দ্র করে জাতিয় নাগরিক পার্টির (এনসিপি) আন্দোলনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে যমুনার আশেপাশের সব সড়কে। এই এলাকায় প্রবেশের সব পথে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সরেজমিন দেখা গেছে, মগবাজার থেকে মিন্টু রোডের প্রবেশের মুখে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড। ডিএমপি ও আর্মড পুলিশের একটি দল সতর্ক অবস্থানে রয়েছে। হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড় থেকে শুরু করে যমুনার সামনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও কঠোর অবস্থানে থাকতে দেখা যায়। এছাড়া কাকরাইল মসজিদ থেকে শুরু করে প্রধান বিচারপতির বাসভবনের সামনের রাস্তাতেও পুলিশের অতিরিক্ত সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যাছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, উদ্ভুত পরিস্থিতির কারণে এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে এবং নিরাপত্তার কোনও ঘাটতি না থাকে সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।