গেজেট এলে আ.লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত: সিইসি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সরকারি গেটেজ এলে দলটির নিবন্ধন নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

সোমবার (১২ মে) ইসি ভবনে আমেরিকার ‘কার্টার সেন্টার’-এর পরিদর্শক দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাসির উদ্দীন বলেন, ‘আমরা এখনও সরকারের গেটেজ পাইনি। গেজেট এলে তখন সিদ্ধান্ত নিতে পারবো।’

তিনি  আরও বলেন, ‘নিবন্ধন বাতিল হবে কিনা সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আগে গেজেট আসুক।’