হত্যা মামলায় শাহে আলম মুরাদের ৪ দিনের রিমান্ড

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে মো. রিয়াজ নামে এক যুবক নিহতের মামলায় গ্রেফতার ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১২ মে) বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত  এই আদেশ দেন।

এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা পিবিআই'র পরিদর্শক মুহাম্মদ কামরুজ্জামান সিকদার গত ৪ মে শাহে আলম মুরাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত তার উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ১২ মে ধার্য করেন।

শাহে আলম মুরাদের পক্ষে আইনজীবী ওবাইদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। দুই পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেন। শুনানিকালে শাহে আলম মুরাদকে উপস্থিত করা হয়।

শাহে আলম মুরাদের আইনজীবী ওবাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৭ এপ্রিল উত্তরা এলাকা থেকে শাহে আলম মুরাদকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর বিভিন্ন থানায় কয়েকদফা রিমান্ড শেষে কারাগারে আটক রয়েছে।

জানা গেছে, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সাইন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৭ আগস্ট বিকালে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মা শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন।