লিবিয়ায় নিরাপত্তা সংকট: প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ

লিবিয়ার রাজধানী ত্রিপলিতে সশস্ত্র যানবাহনের উপস্থিতি ও চলমান অস্থির পরিস্থিতির কারণে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কবার্তা জারি করেছে। এতে নাগরিকদের নিজ নিজ বাসস্থানে অবস্থান করার এবং নিরাপত্তার স্বার্থে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও সেখানকার প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, “সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে ত্রিপলিতে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে যথাযথ সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিজ নিজ বাসস্থানে অবস্থান করার অনুরোধ করা যাচ্ছে।”

এছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।