নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তায় ও ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে  কাজ করছে নৌ পুলিশ- বলে জানিয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।

সোমবার (১২ মে) রাজধানীর নৌ পুলিশ সদর দফতরে এক মতবিনিময় সভা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সভার শুরুতেই নৌ পুলিশের পক্ষ হতে নৌ পথে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত, পণ্য ও পশুবাহী পরিবহনের নিরাপত্তায় এবং আইনশৃঙ্খলা রক্ষায় নৌঘাট ব্যবস্থাপনা, লঞ্চ/নৌযান, স্পিড-বোট ও বাল্কহেড চলাচল, চাঁদাবাজি প্রতিরোধে করণীয়সহ নদী তীরবর্তী কোরবানির পশুরহাট, পশুর চামড়া পরিবহন সংক্রান্ত ইত্যাদি বিষয় উল্লেখ করে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উপস্থিত প্রতিনিধি ও অনলাইনে সংযুক্ত নৌ পুলিশের বিভিন্ন অঞ্চলের পুলিশ সুপারদের সঙ্গে আলোচনা হয়।

সভায় বক্তারা গত ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে নৌ পুলিশের তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করে আসন্ন ঈদুল আজহায় নিরাপদ নৌপথ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। ঈদুল আজহায় নৌপথ ব্যবহারকারী ঘরমুখো মানুষের যাত্রা এবং পণ্যবাহী পশু পরিবহন সহজ ও নিরাপদ করতে সরকারি সিদ্ধান্তগুলো বাস্তবায়নে নৌ পুলিশ কার্যক্রম পরিচালনা করছে।

সভায় নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি বলেন, "আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তায় ও ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে নৌ পুলিশ। নদীর যেকোন জায়গায় অন্য কোন ছোট নৌযান হতে লঞ্চে যাত্রী উঠানো বা নামানো বন্ধে পুলিশ কাজ করছে। মানুষের জান-মালের নিরাপত্তায় লঞ্চ ও জাহাজে পর্যাপ্ত সিসিটিভি স্থাপনের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন তিনি।