সড়ক ও জনপথের প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

সড়ক ও জনপথ বিভাগের কক্সবাজার জোনের মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৩ মে) দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, সড়ক ও জনপথ বিভাগের প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর আলমের বাড়ি ফেনী সদর উপজেলার জাহানপুর গ্রামে। তিনি অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৭ কোটি ৭ লাখ ১১ হা্জার ৪৫৪ টাকার সম্পদ অর্জন করেন। এছাড়াও তিনি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৯৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১২৭ কোটি ৩৫ লাখ ১৩ হাজার ২২৬ টাকার সন্দেহজনক লেনদেন করে সম্পদের অবৈধ উৎস গোপন বা আড়ালের চেষ্টা করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।