যাত্রাবাড়ীতে বাস-ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে চালকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর শরীফপাড়া এলাকায় বাস ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে দুলাল মিয়া (৪০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ছেতরা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। বর্তমানে তিনি শনির আখড়া এলাকার কচিকণ্ঠ স্কুলের পাশে পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন। দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।

দুলালের খালাতো ভাই আল-আমিন জানান, দুলাল ভাড়ায় ব্যাটারিচালিত রিকশা চালাতেন। সকালে শনির আখড়া থেকে যাত্রী নিয়ে কোনাপাড়ার দিকে যাওয়ার সময় শরীফপাড়া-ডেমরা সড়কে নাগরিক পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় রিকশার এক যাত্রী আহত হন, তবে তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, দুলাল মিয়া বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ বাসটি জব্দ করেছে, তবে চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ বিকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।