রাজধানীর আকাশের মেঘের ঘনঘটা, চমকাচ্ছে বিদ্যুৎ, মুষলধারে বৃষ্টি

সকাল থেকে রাজধানীর আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সুর্যের তাপ কমতে শুরু করে। দুপুর ২টা নাগাদ আকাশ কালো হয় যায় মেঘে। এরপর পৌনে ৩টা নাগাদ বিদ্যুৎ চমকানো আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে শুরু করে রাজধানীর অনেক এলাকায়। এরপর আস্তে আস্তে বৃষ্টি বাড়তে শুরু করে। বিকালের মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এতে চলমান তাপপ্রবাহ কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (১৪ মে) আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

রাজধানীতে মুষলধারে বৃষ্টি (ছবি: নাসিরুল ইসলাম)

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়,  ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়—  রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাংগাইল, নারায়নগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর এবং পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে যেসব এলাকায় বৃষ্টি হবে সেখানে তাপপ্রবাহ কমে আসতে পারে।