শিকদার গ্রুপের অন্যতম কর্ণধার ও ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক মিসেস মনোয়ারা শিকদার, পারভীন হক শিকদার, রণ হক শিকদার ও রিক হক শিকদারসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৫ মে) দুদকের ঢাকা-১ এর সমন্বিত জেলা কার্যালয়ের সংস্থাটির উপ-পরিচালক রাম প্রসাদ মন্ডল। তাদের ঋণ গ্রহণ ও বিতরণের নামে ন্যাশনাল ব্যাংকের ৪০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঋণের বাস্তব প্রয়োজনীয়তা ছাড়া এবং ইচ্ছাকৃতভাবে ঋণের অর্থ বিতরণ করে রেডিয়াম কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেড নামের একটি বেনামি প্রতিষ্ঠানের নামে ৪০৪ কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়। এ অর্থ আত্মসাৎ করে রাষ্ট্রের ক্ষতিসাধন করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে এ অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে আসামিরা শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
অন্য আসামিরা হচ্ছেন, মোহাম্মদ মোহসিন, মঈন উদ্দিন আহম্মদ চৌধুরী, মো. একরামুল হক, মো. হাবিবুর রহমান, মোহাম্মদ আবু রাশেদ নোয়াব, এএসএম বুলবুল, চৌধুরী মোশতাক আহমেদ ওরফে সিএম আহমেদ, খলিলুর রহমান, জাকারিয়া তাহের, মাবরুর হোসেন, মো. নায়মুজ্জামান ভুঁইয়া মুক্তা এবং মোয়াজ্জেম হোসেন।