বকেয়া বেতনের দাবিতে মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মী-শিক্ষকদের অবস্থান কর্মসূচি 

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, কেয়ারটেকার ও শিক্ষক-শিক্ষিকারা জানুয়ারি থেকে বকেয়া থাকা বেতন-ভাতা দ্রুত দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করছেন। পাশাপাশি তারা জাতীয়করণের দাবি তোলেন।

শনিবার (১৭ মে) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে এই কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।

প্রতিটি জেলায় এই কর্মসূচি পালন হচ্ছে বলে জানান মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের শিক্ষকরা। তারা জানান, বকেয়া বেতন-ভাতা পরিশোধ না হওয়ায় দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে ভুগছেন।

শিক্ষকরা জানান, নিয়মিত বেতন-ভাতা না পাওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে। সরকারের কাছে দ্রুত এই সমস্যার সমাধান চেয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।