কোকোকে নিয়ে ভাই হিসেবে গর্বিত: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘একজন বড় ভাই হিসেবে ছোট ভাইকে নিয়ে গর্ব করার যেসব গুণ থাকা উচিত, সবগুলোই আমার ছোট ভাই আরাফাত রহমান কোকোর মধ্যে ছিল।’

রবিবার (১৮ মে) রাতে লন্ডনের একটি ভেন্যুতে আয়োজিত আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘কোকো একজন ক্রীড়াবিদ ছিলেন, আমি রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি—আমি একজন রাজনৈতিক কর্মী। কোকো তার অবস্থান থেকে বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থার জন্য যতটুকু সম্ভব, সেটুকু করার চেষ্টা করেছে।’

তিনি আরও বলেন, ‘আজ যারা এখানে বক্তব্য রেখেছেন, তাদের কথাগুলো থেকে স্পষ্টভাবে প্রমাণ হয়—কোকো কিছু না কিছু ভালো কাজ করে গেছে। সে কারণে একজন বড় ভাই হিসেবে আমি অত্যন্ত গর্ব অনুভব করি।’