জুলাই আন্দোলনের সময় রাজধানীর কদমতলী থানার মাসুদ নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। শাহবাগ থানা এলাকায় মনির নামে এক ব্যক্তির হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন।
আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান। কামরুল ইসলাম ও দীপু মনিকে গ্রেফতার দেখানোর আবেদন করেন শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক। আদালত আসামিদের উপস্থিতিতে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির দিন সোমবার ধার্য করেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মাসুদ হত্যা মামলার অভিযোগ থেকে জানা গেছে, আন্দোলনের সময় ১৯ জুলাই কদমতলী থানার মিরাজনগরের প্যারাডাইস প্যালেস নামে নির্মাণাধীন বিল্ডিংয়ের আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষণ করা হয়। সন্ধ্যা ৭টার দিকে মাসুদ গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রী হেনা বেগম ৪ সেপ্টেম্বর কদমতলী থানায় শেখ হাসিনাসহ ১১৮ জনের বিরুদ্ধে মামলা করেন।
মনির হত্যা মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ৫ আগস্ট দুপুরে শাহবাগ থানার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার পলাশী সংলগ্ন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চৌরাস্তায় আন্দোলনকারীরা অবস্থান নেন। এ সময় গুলিতে মনির নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী রুজিনা আক্তার গত ১৪ মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৫১ জনের নামে আদালতে মামলা করেন।