রাজধানীর মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান চালিয়ে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড‑ইন‑কমান্ড শাহিনসহ ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা-পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছে।
রবিবার (১৮ মে) গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত মোহাম্মদপুরের রায়েরবাজার বোটঘাট এলাকায় ওই অভিযান চলে।
সোমবার (১৯ মে) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মে গভীর রাতে মোহাম্মদপুরের ইত্যাদি মোড় এলাকায় স্থানীয় বাসিন্দা রাব্বির পরিবারের ছয় সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে পাটালি গ্রুপের সদস্যরা। হামলাকারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রায়েরবাজার বোটঘাটকে ঘিরে বিশেষ অভিযান চালানো হয়। এতে শাহিনসহ পুরো হামলাকারী দলসহ ওই ৪৪ জন গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন– শাহিন, শ্রীনাথ মণ্ডল, আসাদ, কুরবান, সাকিব, সজিব, পারভেজ, মোশাররফ, রুবেল, রিয়াজ, ইমন, রকি, রাজা, তুষার, সজল, হেলাল, হৃদয়, মুরসালিন, মামন, সাফায়েত, শুভ, সালমান, মাজহারুল, রাব্বি, আবজাল, ইয়াসিম, জহিরুল, বাবু, রুমান, সুমন, সোকেল, এমদাদুল, সাগর, শাকিব, উজ্জ্বল, আকরাম, জিসান, জিল্লুর, সোহাগসহ কয়েকজন।
ডিএমপি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে ঘটনার বিস্তারিত এবং তাদের অপরাধী নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রত্যেককে আদালতে সোপর্দ করা হয়েছে; পাশাপাশি তাদের বিরুদ্ধে একাধিক মামলা প্রক্রিয়াধীন।
থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মোহাম্মদপুরে সন্ত্রাসী তৎপরতা ও মাদক ব্যবসা দমনে অভিযান অব্যাহত থাকবে। যেকোনও অপরাধী চক্রের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি চলবে।