তেজগাঁওয়ে পিকআপের ধাক্কায় কাঁচাবাজারের শ্রমিক নিহত

রাজধানীর কাওরান বাজারে সোনারগাঁও হোটেলের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় মোক্তার আলী (৬০) নামে এক কাঁচামাল‑শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কাওরান বাজারে কাঁচামাল ওঠা-নামানোর কাজ করতেন।

সোমবার (১৯ মে) সাড়ে ১০টার দিকে মাথায় টুকরি ভর্তি কাঁচামাল নিয়ে বাংলামটরের দিকে যাওয়ার সময় রাস্তায় পিকআপের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১২টার সময়ে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে আল‑আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মোক্তার আলীর বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে। তিনি রাজধানীর কাওরান বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।