রাজধানীর ভাটারা থানার খিলবাড়িরটেক এলাকার একটি বাসা থেকে অজ্ঞাত (২২) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ জুলাই) রাত পোনে ১১টায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে একজন নারী ও পুরুষ বাসাটি ভাড়া নেয়।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন সজিব বলেন, খবর পেয়ে ফ্ল্যাটের ড্রয়িংরুম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই দুই জন বাসাটি ভাড়া নেয়। পরদিন সকালে বাসার মালিক ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পান। ভেতরে গিয়ে তিনি ফ্লোরে পড়ে থাকা নারীর নিথর দেহ দেখেন। পরে তিনি পুলিশে খবর দেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালিশচাপা দিয়ে শ্বাসরোধে ওই নারীকে হত্যা করা হয়েছে। মরদেহে পচন ধরেছে, তাই মৃত্যুর সঠিক সময় ও কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।