৩৪৭টি মোবাইল ফোনসহ গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-সাইবার বিভাগ ভারত থেকে অবৈধ পথে আনা চোরাচালানকৃত বিপুল পরিমাণ মোবাইল ফোন এবং একটি প্রাইভেটকারসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতের নাম নাফিস আহমেদ (২০)। এ সময় তার হেফাজত থেকে ৩৪৭টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৯০ লাখ টাকা। একইসঙ্গে চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, সোমবার (১৯ মে) দুপুর দুইটার দিকে শাহবাগ থানাধীন পরীবাগ এলাকার মোতালেব টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপি আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-সাইবার (দক্ষিণ) বিভাগের একটি দল জানতে পারে, শাহবাগ এলাকায় বিপুল পরিমাণ মোবাইল ফোন চোরাচালানের মাধ্যমে আনলোড ও ক্রয়-বিক্রয় করা হবে। পরে দলটি কৌশলে মোতালেব টাওয়ার এলাকায় অবস্থান নেয়। দুপুর সোয়া ১টার দিকে একটি প্রাইভেটকার থেকে মোবাইল ফোন আনলোডের সময় ডিবির দল অভিযান চালিয়ে নাফিস আহমেদকে আটক এবং মোবাইল ফোনগুলো জব্দ করে। অভিযানের সময় চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাফিস স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে ভারতসহ বিভিন্ন দেশ থেকে মোবাইল ফোন ও অন্যান্য গ্যাজেট চোরাচালানের সঙ্গে জড়িত এবং আরও কয়েকজন পলাতক সহযোগীর সঙ্গে এ কাজে যুক্ত ছিল।

গ্রেফতার নাফিসকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক চোরাকারবারিদের গ্রেফতারে ডিবির অভিযান চলমান রয়েছে।