স্ত্রীসহ পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

পাসপোর্ট অধিদফতর ও ইমিগ্রেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. সাইদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে এক কোটি ১৯ লাখ ৪ হাজার ২৪০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম জানান, পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম এক কোটি ১৯ লাখ ৪ হাজার ২৪০ টাকার এবং তার স্ত্রী শায়লা আক্তারের নামে নামে এক কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৮৯৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।