রাজধানীর কদমতলীতে মোবাইল গেমে জুয়া খেলায় মোটা অঙ্কের টাকা হারানোর জেরে দাম্পত্য কলহের পর আত্মহত্যা করেছেন এক অটোরিকশা চালক বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবকের নাম মামুনুল ইসলাম সুমন মোল্লা (২৫)।
মঙ্গলবার (২০ মে) দুপুরে কদমতলীর রায়েরবাগ এলাকার সুফিয়া হাসপাতালের পাশে সুমন মোল্লার ফুফাতো বোনের বাসায় এ ঘটনা ঘটে।
আত্মহত্যার বিষয়ে পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। পরে বিকাল ৩টা ১৫ মিনিটের দিকে সুমনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুমনের ফুফাতো বোন আকলিমা আক্তার আখি জানান, প্রায় দেড় বছর আগে সুমন প্রেম করে সুমাইয়া নামে এক তরুণীকে বিয়ে করে। তারা মান্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সুমন ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। কিছুদিন ধরে সে মোবাইল ফোনে গেমের মাধ্যমে জুয়া খেলায় জড়িয়ে পড়ে। এতে বাড়ির সঞ্চিত প্রায় ৩৪ হাজার টাকা হারিয়ে ফেলে।
তিনি আরও জানান, টাকা হারানোর পর স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এর একপর্যায়ে সোমবার সে আমাদের বাসায় বেড়াতে আসে। মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে বাসায় কেউ না থাকায় সে অগোচরে ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। তখন বাসায় একটি শিশু ছিল। জানালা দিয়ে ঝুলন্ত দেহ দেখে আশপাশের লোকজন আমাদের ও পুলিশকে খবর দেয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহত সুমনের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তার বাবার নাম মৃত ইব্রাহিম মোল্লা।