বাড্ডায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেলো আরও একজনের

রাজধানীর বাড্ডায় আনসার ক্যাম্পের পাশে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ তোফাজ্জল হোসেন (৪৫) মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় মারা গেছেন তিন জন।

বুধবার (২১ মে) ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) মারা যান দগ্ধ তোফাজ্জল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দগ্ধ অবস্থায় একই পরিবারের নারী শিশুসহ পাঁচ জনকে আমাদের জরুরি বিভাগের নিয়ে আসা হয়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মেল এইচডিতে তোফাজ্জল হোসেন মারা যান। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে তার চার বছরের শিশু কন্যা তানজিলা ও স্ত্রী মঞ্জুরা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় পাঁচ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া তোফাজ্জল হোসেন ও বেগম দম্পতির দুই শিশু কন্যা মিথিলা ৬০ শতাংশ ও তানিশা ৩০ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।

গত ১৬ মে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাদের পাঁচ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তোফাজ্জল ছিলেন ঠাকুরগাঁও সদরের চিলা রং গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে বাড্ডার দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজারের পাশে তৃতীয় তলা ভবনের নিচ তলায় পরিবার নিয়ে থাকতেন।