নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা শাবাব বিন আহমেদকে ঢাকায় ফিরে আসার জন্য নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে গত নভেম্বরে তাকে কোলকাতা উপ-হাইকমিশনার হিসেবে পদায়নের সিদ্ধান্তও বাতিল করেছে মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২২ মে) মন্ত্রণালয়ের এক বদলি আদেশে অনতিবিলম্বে দায়িত্ব ত্যাগ করে তাকে ও তার পরিবারকে ঢাকা ফিরে আসার জন্য বলা হয়েছে।
সম্প্রতি কোলকাতা মিশনে গরু কোরবানি না দেওয়া নিয়ে এক বিতর্কে জড়িয়ে পড়েন শাবাব। প্রতি বছর কোলকাতা মিশনে গরু কোরবানি দেওয়া হলেও নেদারল্যান্ডস থেকে উপ হাইকমিশনার বা মিশনপ্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত শাবাব আসন্ন ঈদুল আজহায় গরু কোরবানি না দেওয়ার জন্য মিশনের কর্মকর্তাদের নির্দেশ দেন। গোটা বিষয়টি নিয়ে একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় তাকে ঢাকা ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।