শাহবাগ ছেড়ে দিয়েছে ছাত্রদল, যান চলাচল স্বাভাবিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে টানা সাত ঘণ্টা অবরোধ করে রাখার পর রাজধানীর শাহবাগ মোড় ছেড়ে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তবে তাদের পরবর্তী কর্মসূচি কী হবে, তা জানা যায়নি।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টার দিকে তারা শাহবাগ অবরোধ করেন, বিকাল সাড়ে ৫টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ ছেড়ে দেন। এতে শাহবাগ মোড় দিয়ে আবার যান চলাচল শুরু হয়েছে। 

এর আগে সকাল ১০টা থেকে শাহবাগে জড়ো হন ছাত্রদল নেতাকর্মীরা। শাহবাগ মোড়ে কয়েকটি ভাগে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। বৃষ্টির মধ্যেই এই কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। 

কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অবরোধ চলাকালে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ইত্যাদি স্লোগান দেন। বৃষ্টির মধ্যেই তারা শাহবাগে অবস্থান করেন।