শেকড় পাবনা ফাউন্ডেশনের নিজস্ব ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ মে) রাজধানীর উত্তরায় ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সভায় এই উদ্বোধন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খান হাবিব মোস্তফা।
সভায় আগামী তিন মাসের জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এর অংশ হিসেবে পাবনা জেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের নেতারা জানান, শেকড় পাবনা ফাউন্ডেশন শুধু পাবনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে জাতীয় পর্যায়েও সক্রিয় ও ইতিবাচক ভূমিকা রাখতে চায়। সে জন্য খুব শিগগিরই ‘জাতির মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা’ শীর্ষক একটি জাতীয় সেমিনারের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
শেকড় পাবনা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই পাবনা জেলার আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করে আসছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক উন্নয়নের বিভিন্ন খাতে সংগঠনটির অবদান ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।
সভায় জানানো হয়, ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশের প্রতি একাত্মতা প্রকাশ করায় পাবনার স্থানীয় সব রাজনৈতিক দল ও মতের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।
নেতারা বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত অংশগ্রহণ ও সহায়তা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় শেকড় পাবনা ফাউন্ডেশন।
ওয়েব সাইটের ঠিকানা: www.shekorpabnafoundation.org