দুই দাবিতে সিনেট ভবনের সামনে ঢাবি বাগছাসের অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে সিনেট ভবনের সামনে ‘অবস্থান কর্মসূচি’ পালন করছে গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

শনিবার (২৪ মে) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে এই ‘অবস্থান কর্মসূচি’ পালন করছে সংগঠনটি। প্রতিবেদন লেখা অব্দি তাদের অবস্থান কর্মসূচি চলছিল।

এর আগে বেলা দেড়টার দিকে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয় সংগঠনটির নেতাকর্মীরা। পরবর্তীতে একটি মিছিল নিয়ে সিনেট ভবনের সামনে অবস্থান নেয় সংগঠনটির সদস্যরা। এ সময় ‘জাস্টিস-জাস্টিস, জাস্টিস ফর সাম্য’, ‘উই ওয়ান্ট উই ওয়ান্ট, ডাকসু ডাকসু’সহ নানা স্লোগান দেন তারা।

কর্মসূচীতে গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের, সদস্যসচিব মহির আলম, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম, মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদিসহ বিশ্ববিদ্যালয়ের শাখার নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।