অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, দমন-পীড়ন বন্ধসহ সাত দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চার দিন ধরে অবস্থান কর্মসূচি করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। তবে এখনও কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি।
শনিবার (২৪ মে) চতুর্থ দিনের মতো শহীদ মিনারে অবস্থান করছেন পল্লী বিদ্যুৎ শ্রমিকরা। দাবি মেনে না নিলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেছেন তারা। তবে রাজপথ দখল বা জনভোগান্তি তৈরির ইচ্ছা নেই বলে জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা চার দিন ধরে এখানে অবস্থান করছি। এখনও আমাদের দাবি নিয়ে কেউ কোনও কথা বলছে না। আমাদের সঙ্গে কেউ দেখাও করেনি, কথাও বলেনি। আমাদের দাবি অযৌক্তিক না, তবুও আমাদের দাবি নিয়ে কারও কোনও মাথা ব্যথা নাই।
তিনি বলেন, দাবি না মানলে আমরা এখানেই অবস্থান করবো। তবে এখনও পর্যন্ত আমাদের রাজপথে নামার কোনও ইচ্ছা নাই। জনভোগান্তি তৈরি করতে চাই না।
তাদের সাত দফার মধ্যে রয়েছে– পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) চেয়ারম্যানের অপসারণ করতে হবে; এক ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের মাধ্যমে আরইবি-পবিস একীভূতকরণ অথবা দেশের অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় পুনর্গঠন করতে হবে; মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক এবং পোষ্য কর্মীদের চাকরি নিয়মিত করতে হবে; মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে চাকরিচ্যুতদের পদে পুনর্বহাল করতে হবে; গ্রাহক সেবার স্বার্থে লাইনক্রুসহ সব হয়রানি ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিল এবং বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের অবিলম্বে পদায়ন করতে হবে; জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের আন্তর্জাতিক নিয়মানুযায়ী নির্দিষ্ট কর্মঘণ্টা বা শিফটিং ডিউটি বাস্তবায়নের জন্য অতি দ্রুত জনবলের ঘাটতি পূরণ করতে হবে এবং পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী বোর্ড গঠন করে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম পরিচালিত করতে হবে।