ধর্ম উপদেষ্টার সঙ্গে থাইল্যান্ডের গ্র্যান্ড মুফতির সাক্ষাৎ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন  থাইল্যান্ডের মুসলিম সম্প্রদায়ের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা এবং দেশটির গ্র্যান্ড মুফতি (শায়খুল ইসলাম) আল্লামা আরুন বুনচমের সঙ্গে সাক্ষাৎ করেন।

শুক্রবার (২৩ মে) বিকালে থাইল্যান্ডে গ্র্যান্ড মুফতির দফতরে অনুষ্ঠিত এ সাক্ষাতে তারা ধর্ম, সংস্কৃতি, নৈতিকতা, মূল্যবোধের বিকাশ ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার (২৪ মে) ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, উপদেষ্টা গ্র্যান্ড মুফতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি শিগগিরই এদেশ সফরে সম্মতি জানান। এ সময় থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজি ও শ্রম কাউন্সিলর ফাহাদ পারভেজ বসুনিয়া উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শায়খ আরুন বুনচম থাইল্যান্ডে সকল ইসলামিক বিষয় তদারকির দায়িত্বে রয়েছেন। তিনি আন্তঃধর্মীয় সংলাপ এবং দেশের অভ্যন্তরে শান্তিপূর্ণ সহাবস্থান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ধর্মীয় দায়িত্বের পাশাপাশি তিনি জাতিসংঘ শরণার্থী সংস্থার (UNHCR) রমজান প্রচারণা এবং তুরস্কে অধ্যয়নরত থাই মুসলিম শিক্ষার্থীদের সহায়তার মতো উদ্যোগের সাথে সম্পৃক্ত ছিলেন। সহিংসতা ও দারিদ্র্যের কারণে ক্ষতিগ্রস্ত শরণার্থী ও অন্যান্য বাস্তুচ্যুত মানুষের  প্রয়োজনীয় সহায়তা করাই এই প্রচারণার লক্ষ্য।

মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত এ মনীষী ২৪ জানুয়ারি ২০২৪ তারিখে থাইল্যান্ডের ১৯তম শাইখুল ইসলাম হিসেবে নিয়োগ লাভ করেন এবং সেই থেকে তিনি এ দায়িত্ব পালন করে আসছেন।