ইন্টারন্যাশনাল ইনোভেশন আইডিয়া কম্পিটিশনে তিন বাংলাদেশি শিক্ষার্থীর কৃতিত্ব

দক্ষিণ কোরিয়ার বুশান ইন্টারন্যাশনাল কলেজ, টংমিয়ং বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত ইন্টারন্যাশনাল ইনোভেশন আইডিয়া কম্পিটিশন-২০২৫ এ প্রথম স্থান অর্জন করেছেন তিন বাংলাদেশি শিক্ষার্থী।

মঙ্গলবার (২৭ মে) বুশান ইন্টারন্যাশনাল কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়, ইন্টারন্যাশনাল ইনোভেশন আইডিয়া কম্পিটিশন-২০২৫ এ প্রথম স্থান অর্জন করেছে বাংলা নেক্সাস টিম। এই টিমের সদস্যরা হলেন— নাহিদ হাসান (টিম রিপ্রেজেন্টেটিভ), আল আমিন ও সোলায়মান সাগর। তারা সবাই টংমিয়ং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বাংলা নেক্সাসের টিম রিপ্রেজেন্টেটিভ নাহিদ হাসান বলেন, দক্ষিণ কোরিয়ায় অনেক ইন্টারন্যাশনাল শিক্ষার্থী কোরিয়ান ভাষা না জানার কারণে জব ক্রাইসিসে পড়ে। তাদের জন্যই আমরা বানিয়েছি ‘জাবায়ো’ নামের একটি অ্যাপ আইডিয়া। যা নিজের ভাষার দক্ষতা অনুযায়ী চাকরি খুঁজে দিতে সাহায্য করবে। অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা সহজে জব খুঁজতে পারবে, জব শেয়ার করতে পারবে, পুরস্কার পাবে, এমনকি ইন্টার্নশিপ ও ছোট ব্যবসার দিকেও আগাতে পারবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিযোগিতায় বিভিন্ন দেশের শিক্ষার্থীদের টিম অংশ নেয়, যারা বুশান ইন্টারন্যাশনাল কলেজে পড়াশোনা করছে। সেখান থেকে ৭টি টিম ফাইনালে জায়গা পায়। সেখান থেকেই আমরা চ্যাম্পিয়ন হই।’