রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল কেরানিপাড়া মোড় এলাকায় একটি ভবনের ১০ তালার ছাদ থেকে নিচে পড়ে আদিব আদনান (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে শামসুল হক স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়তো।
বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।
মৃতের বড় ভাই রেদওয়ান ফাহিম বলেন, আজ সন্ধ্যায় আমাদের বাসার বিড়াল রুমে না দেখে ছোট ভাই আদিব আদনান বিড়াল খুঁজতে ১০ তলার ছাদে যায়। সেখান থেকে অসাবধনতাবশত উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফেমাস হাসপাতাল এবং পরে সেখান থেকে রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃত আদিব আদনান বগুড়া জেলার শেরপুর থানার খন্দকার পাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। বর্তমানে মাতুয়াইল কেরানি পাড়ায় মিজানুর রহমানের বাড়ির ১০ তলা বাড়ির পঞ্চম তলায় পরিবারের সঙ্গে থাকতো। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।