কারবালার স্মরণে শোকের তাজিয়া মিছিল

আজ ১০ মহররম, পবিত্র আশুরা। হিজরির সাল অনুসারে ১০ মহররম কারবালার প্রান্তরে হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিন। মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের দিন হিসেবে দিবসটি পালিত হয়। রবিবার (৬ জুলাই) দিবসটি পালনে শোকের স্মৃতি নিয়ে রাজধানীর হোসনি দালান থেকে বের হয় তাজিয়া মিছিল। শোক প্রকাশে বুক চাপড়ে মাতম করেন মিছিলে উপস্থিত ব্যক্তিরা।

রবিবার সকাল ১০টায় পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের হোসেনি দালান থেকে শুরু হওয়া এ শোক মিছিলে অংশ নেন কয়েক হাজার অনুরাগী। সবাই ছিলেন কালো কাপড় পরিহিত। তুমুল বৃষ্টি উপক্ষো করে শোক মিছিলে যোগ দেন তারা।

শোকের তাজিয়া মিছিল

হোসনি দালান থেকে বের হয় মিছিল

বুক চাপড়ে মাতম করেন অনুরাগীরা

তাজিয়া মিছিল

তাজিয়া মিছিল

মিছিলে অংশ নেন কয়েক হাজার অনুরাগী। মিছিলে অংশ নেন কয়েক হাজার অনুরাগী

আজ কারবালার প্রান্তরে হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিন

কারবালার স্মরণে মিছিল

তাজিয়া মিছিল

মিছিলে অংশ নেন নারী-পুরুষ

কারবালার শহীদদের স্মরণ