রাজধানীর হাজারীবাগে ছেলেকে হত্যার মামলায় বাবা মুস্তাফিজুর রহমান জুয়েলকে (৪৪) গ্রেফতার করেছে র্যাব-১০। রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সেমাবর (৭ জুলাই) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৪ জুন রাতে হাজারীবাগের ঝাউচর বাজারের আমাড়া টাওয়ার এলাকায় রাসেলের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তার বাবা মুস্তাফিজুর রহমান জুয়েল। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রাসেলকে গুরুতর জখম করে পালিয়ে যান তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। পরদিন হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই মো. রবিউল ইসলাম রাব্বি (২৫)।
আইনি প্রক্রিয়ার জন্য গ্রেফতার ব্যক্তিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।