‘যেখানে প্রয়োজন নেই, সেখানে জাতিসংঘ অফিস খুলতে চায়’

যেখানে মানবাধিকার রক্ষার জন্য জাতিসংঘের বিদেশি কার্যালয়ের কোনও প্রয়োজন নেই, সেখানে তারা অফিস খুলতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতারা।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতিসংঘের প্রস্তাবিত মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এ কথা বলেন তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বিভিন্ন দেশে যখন গণহত্যা, নিপীড়ন ও নির্যাতন চলে, তখন জাতিসংঘ সেখানে কার্যকর কোনও ভূমিকা রাখতে পারে না। অথচ বাংলাদেশে, যেখানে রাষ্ট্রীয়ভাবে মানবাধিকারের বিষয়ে অগ্রগতি রয়েছে, সেখানে অনুরোধ ছাড়াই একটি মানবাধিকার কার্যালয় স্থাপন করতে চায় তারা।

তারা বলেন, এই ধরনের কার্যালয়ের আড়ালে আন্তর্জাতিক গোষ্ঠীগুলো তাদের গোপন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চালাতে পারে। এর মাধ্যমে বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক স্থিতিশীলতাকে টার্গেট করা হতে পারে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার বলেন, ‘যেখানে মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত উদ্বেগ রয়েছে, সেখানে জাতিসংঘকে খুঁজে পাওয়া যায় না। অথচ বাংলাদেশে, যেখানে মানবাধিকার রক্ষার জন্য বিদেশি কার্যালয়ের কোনও প্রয়োজন নেই, সেখানে তারা অফিস খুলতে চায়। এটা আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ।’

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে জাতিসংঘের কোনও মানবাধিকার কার্যালয় চাই না। আমাদের রাষ্ট্রের নিজস্ব সংবিধান, আইন-আদালত, মানবাধিকার কমিশন ও সচেতন জনগণ রয়েছে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বরদাশত করা হবে না। এ ধরনের কার্যালয় স্থাপন করলে তা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতায় বিঘ্ন ঘটাতে পারে।’