জুরাইনে অস্ত্র ও গুলিসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর কদমতলীর জুরাইন বৌ-বাজার এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি ম্যাগাজিনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (৯ জুলাই) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– মো. শাকিল (৩৬), মো. রুবেল (৩৪) ও মো. মোক্তার ভূঁইয়া (৪০)।

র‌্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জুরাইন বৌ-বাজার এলাকাসহ আশপাশে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল এবং চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে তথ্য পেয়ে র্যাব-১০ এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জুরাইন বৌ-বাজারের একটি পরিত্যক্ত বাসায় অভিযান চালায়। সেখান থেকে তারা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলিসহ তিন জনকে গ্রেফতার করে।

র‌্যাব আরও জানায়, শাকিলের বিরুদ্ধে ৯টি এবং রুবেলের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।