সরকারি জমিতে রিকশা গ্যারেজ, যুবদলের সাবেক ওয়ার্ড সভাপতি গ্রেফতার

রাজধানীর লালবাগে সরকারি জমি দখল করে রিকশা গ্যারেজ স্থাপনের অভিযোগে যুবদলের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি চান মিয়াকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৮ জুলাই) রাতে শহীদনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৯ জুলাই) লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান এ তথ্য জানান।

তিনি বলেন, চান মিয়াকে গতকাল রাতে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

থানা সূত্রে জানা গেছে, চান মিয়া দীর্ঘদিন ধরে লালবাগ থানার বেড়িবাঁধ সংলগ্ন ঘোড়া পট্টি এলাকায় সরকারি জমি দখল করে রিকশা গ্যারেজ চালাচ্ছিলেন। এছাড়া এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি শহীদনগর এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে আজিমপুর সেনা ক্যাম্পের একটি দল শহীদনগর ৩ নম্বর গলিতে অভিযান চালিয়ে চান মিয়াকে আটক করে এবং তাকে লালবাগ থানায় হস্তান্তর করে।

তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখল, চাঁদাবাজি ও জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।